ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ব্যবহৃত চা পাতা না ফেলে যে কাজে লাগাবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২০ , ০৮:২৯ পিএম


loading/img
প্রতীকী ছবি।

চা বাঙ্গালীর সারাক্ষণের সঙ্গী। প্রায় প্রতিটি বাড়িতেই সকাল শুরু হয়ে চায়ের কাপে চুমুক দিয়ে। তবে প্রতিদিনের সঙ্গী চা দিয়েও করা যায় অনেক কাজ। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে সেই পাতা অনেক কাজে ব্যবহার করা যায়।

বিজ্ঞাপন

চলুন জেনে নিই ব্যবহৃত চা পাতার ব্যবহার- 

বিজ্ঞাপন

  • চায়ের পাতা সার হিসেবে ব্যবহার করা যায়। অনেকেই গোলাপ গাছে চায়ের পাতা সার হিসেবে ব্যবহার করে থাকেন। আরও অনেক গাছে এটির ব্যবহার করা যেতে পারে। অফিসের টেবিলে টবে থাকা গাছের গোড়ায়ও এই পাতা ব্যবহার করতে পারবেন। 
  • এয়ার ফ্রেশনার হিসাবেও চায়ের পাতা ব্যবহার করা যায়। বাজে গন্ধ দূর করতে অনেকেই গন্ধ যুক্ত কার্পেট বা ফ্রিজে টি ব্যাগ রেখে দেন, তাতে গন্ধ কিছুটা কমবে।
  • বাথটবে কয়েকটি টি ব্যাগ রেখে দেওয়া যেতে পারে। একে ‘‌বাথ টি’ বলে। সেই জলে গোসল করলে অনেকটা ফ্রেশ লাগবে। সেক্ষেত্রে বালিতে টি ব্যাগের পানি ব্যবহার করা যেতে পারে।
  • অনেকের চোখের তলায় কালি পড়ে যায়। এক্ষেত্রে ঠাণ্ডা পানিতে টি ব্যাগ ভিজিয়ে তারপর সেটি যদি চোখের পাতার ওপর রেখে দেওয়া যায়। মিনেট বিশেক দিয়ে রাখুন, চোখ আরামে থাকবে।

সূত্র- নিউজ ১৮ বাংলা।

জিএ/ এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |