ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ , ০১:০৪ পিএম


loading/img
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে ফ্রান্সের প্রেসিডেন্টের দেয়া বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলের নেতাকর্মীরা  বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হয়।

পরে মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়ায় এখানেই তাদের কর্মসূচির ইতি ঘটে।

বিজ্ঞাপন

এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শিত হচ্ছে। মুহাম্মদ (সা.) কে অপমান করা হচ্ছে। যা ইসলাম ধর্মের প্রতি অবমাননা। আর এ জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল  ম্যাক্রোঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাশাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার ও দাবি জানান তিনি।

উল্লেখ্য, ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা করায় একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ফ্রান্সের সাম্প্রতিক ধৃষ্টতার প্রতিবাদে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের কাতার, জর্ডান, ইরান, কুয়েতসহ গোটা  মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

কেএফ/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |