ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

৩৬ বাসকে জরিমানা

আরটিভি নিউজ

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ , ০৯:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকা ও চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশনসহ কয়েকটি অভিযোগে ৩৬ বাসকে ২ লাখ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার (৪ ডিসেম্বর) বিআরটিএ-এর অ্যানফোর্সমেন্ট শাখা এ তথ্য জানায়।

বিআরটিএ সূত্রে জানা যায়, আজ ১৯১টি ডিজেল চালিত বাস-মিনিবাস পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে অভিযোগের প্রমাণ পাওয়ায় ২০টিকে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিজ্ঞাপন

এ ছাড়া রুট ভায়োলেশনের কারণে ১৬টি বাসের বিপরীতে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া অন্যান্য আইনে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, রুট পারমিট না থাকায় একটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

এনএইচ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |