ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

‘স্থায়ী’ যুদ্ধবিরতিতেও যেতে প্রস্তুত হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ মার্চ ২০২২ , ০১:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপোতে রকেট ও ড্রোন হামলা চালানোর পর তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীরা। এমনকি ‘স্থায়ী’ যুদ্ধবিরতিতেও যেতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

শনিবার (২৬ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘স্থায়ী’ যুদ্ধবিরতিতেও যেতে প্রস্তুত হুতিরা। তবে এ জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে বেশ কিছু শর্ত দেওয়া হয়। 

বিজ্ঞাপন

হুথি বিদ্রোহীদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত বলেন, সৌদি সরকার যদি ইয়েমেনের ওপর হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার, বিদেশি সেনা সরিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় যোদ্ধাদের সমর্থন দেওয়া বন্ধ করে তাহলে হুথি যোদ্ধারাও স্থায়ীভাবে যুদ্ধবিরতি পালনে প্রস্তুত রয়েছে। 

শুধু তাই নয়, বন্দি হুথি যোদ্ধাদের মুক্তি দিলে সৌদি আরবের সব বন্দি এমনকি ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির ভাইকেও মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি সৌদি পালিয়ে যান। তাকে ফের ক্ষমতায় ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সূত্র : আলজাজিরা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |