ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

আরটিভি নিউজ

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ , ০২:৪৫ পিএম


loading/img
নিজস্ব ছবি

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আমতলীর মূল সড়কে রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ৫৫ বছর বয়সী ওই নারীর নাম বিলকিস।

বিজ্ঞাপন

এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেছার উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালীর আমতলীর প্রধান সড়কে স্টাফ বাসের ধাক্কায় গুরুতর আহত হন বিলকিস। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই নারী কোনো এক আত্মীয়ের বাসায় বেড়াতে ঢাকায় এসেছিলেন।’

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, দায়িত্বরত ট্রাফিক পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান। বাসের ধাক্কায় নিহত নারীর মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |