ঈদের আগের দিন চারটি এবং ঈদের দিন দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মো. আমিনুল হক।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ এপ্রিল) তিনি এ তথ্য জানান।
আমিনুল হক বলেন, ঈদের আগ পর্যন্ত ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ঢাকা-খুলনা-ঢাকা এই দুটি ট্রেন স্পেশাল হিসেবে যাতায়াত করছে। ঈদের দিন ভোর থেকে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাতে মানুষের উপস্থিতি সহজ করতে ঈদের দিন আরও দুটি স্পেশাল ট্রেন চলবে। এর একটি হচ্ছে ভৈরব থেকে কিশোরগঞ্জ, আরেকটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ। এই ট্রেন শুধু ঈদের দিনই চলবে।