ডোপ টেস্ট পজিটিভ হলে বা বিরূপ মন্তব্য থাকলে লাইসেন্স নবায়ন বা ইস্যু করা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। টেস্টে পজিটিভ হলে বা বিরূপ মন্তব্য থাকলে লাইসেন্স নবায়ন বা ইস্যু করা হচ্ছে না।
সংসদ সদস্য বেনজীর আহমেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের মে পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোল আদায় হয়েছে সাত হাজার ১৩৫ কোটি ৭৫ লাখ টাকা এবং মুক্তারপুর সেতুর টোল আদায়ের পরিমাণ ১৮৩ কোটি ৮১ লাখ টাকা।
আরেক এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কাদের বলেন, ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলমেন্ট স্টাডি (ডিএইচইউটিএস) প্রতিবেদন (২০১০) অনুযায়ী, ঢাকার দুই সিটির অধিভুক্ত এরিয়ায় ১০ দশমিক ৪৬ শতাংশ রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা মহানগরীর চারপাশে বৃত্তাকার ইনার রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।