রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার্জশিট জমা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৩ অক্টোবর) আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক জয়দেব জয়ধর আদালতে এই চার্জশিট দিয়েছেন।
এর আগে গত বছরের ২০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেইলি রোডের নিজবাসা থেকে রুমা সরকারকে আটক করে র্যাব। এরপর র্যাব বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
ওই সময় র্যাব জানায়, রাজধানী পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারের বিরুদ্ধে মামলাটি করা হয়।
এদিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে রুমা সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে জামিনে রয়েছেন তিনি।