ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

প্রান্তিক পেশাজীবীরা সমাজে স্বীকৃতি পেয়েছেন : সমাজকল্যাণমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ , ০৬:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রান্তিক পেশাজীবীরা এখন সমাজে স্বীকৃতি পেয়েছেন। তাদের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে এটি সম্ভব হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে ‘প্রান্তিক পেশাজীবীদের জীবনমানোন্নয়নে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান সন্নিবেশিত করেছেন বঙ্গবন্ধু। এরপর যারা ক্ষমতায় এসেছিলেন, তারা কেউ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করেনি। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি চালু করেন।

বিজ্ঞাপন

সমাজকল্যাণমন্ত্রী বলেন, জনকল্যাণমুখী কাজে যারা বাধা দেবে তাদের প্রতিহত করা হবে। সরকারের গৃহীত জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে বিজয়ের মাসে নতুনভাবে আত্মপ্রত্যয়ী হতে হবে। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |