ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদ উপহার দিয়েছি : প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২২ এপ্রিল ২০২৩ , ১১:০৯ এএম


loading/img

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিউমার্কেট-বঙ্গবারজারসহ অন্যান্য এলাকায় আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার পক্ষ থেকে তাদের ঈদ উপহার দিয়েছি।

বিজ্ঞাপন

শনিবার (২২ এপ্রিল) গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিউমার্কেট-বঙ্গবাজারসহ অন্যান্য এলাকায় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কি না, দেখতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রিত্ব আমার কাছে কিছু না। আমি নিজে গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কাজেই তার স্বপ্নপূরণ করাই আমার কর্তব্য।

উল্লেখ্য, চলতি মাসে রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি অগ্নিকাণ্ড হয় বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে। এই দুই মার্কেটে লাগা আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |