ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আরটিভি নিউজ

বুধবার, ১০ মে ২০২৩ , ০৯:৫৬ এএম


loading/img
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষকদের বেশকিছু নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সংস্থাটির সরেজমিন উইংয়ের পরিচালকের সই করা একটি চিঠি সব জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আগামী ১২ অথবা ১৩ মে এর মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। এসময়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হলো।

বিজ্ঞাপন

নির্দেশনাগুলো হলো-

১। পাকা ধান (৮০ শতাংশ), পরিপক্ব আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান।

২। কৃষকদের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার সতর্কতামূলক তথ্য মাঠে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা।

বিজ্ঞাপন

৩। সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য কৃষকের পাশে থাকা।

৪। আবহাওয়া সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য বিএএমআইএস পোর্টাল অনুসরণ করতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |