ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘রাস্তায় আর আগের মতো ছায়া পাওয়া যায় না’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ , ১০:৩১ পিএম


loading/img
ফাইল ছবি

‘নিজেদের স্বার্থের কথা ভাবতে গিয়ে বনভূমি উজাড় করে ফেলেছি। এখন রাস্তায় বের হলে আর আগের মতো ছায়া পাওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জুন) মহাখালীর এ কে খন্দকার সড়কে ডিএনসিসি ও বন অধিদপ্তরের যৌথভাবে বৃক্ষরোপণ অভিযানে তিনি এ মন্তব্য করেন।

ডিএনসিসি মেয়র বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণের মধ্য দিয়ে ঢাকাকে আবার সবুজ শ্যামল নয়নাভিরাম ঢাকায় পরিণত করা হবে। একসময় এ ঢাকা ছিল গাছ-পালায় ভরপুর। মাটি ছিল উর্বর। এখন বিশুদ্ধ অক্সিজেন নেই। অসহ্য তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকি। প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রচণ্ড গরম অনুভূত হওয়ার জন্য নির্বিচারে বৃক্ষ নিধন দায়ী। এক সময় সুজলা, সুফলা, শস্য, শ্যামলা সবুজ বাংলাদেশ নামে এ দেশের খ্যাতি ছিল। এখন আর তা নেই। আমরা গাছ কেটে বনভূমি উজাড় করেছি এবং প্লাস্টিক বর্জ্য দিয়ে মাটি দূষিত করে ফেলছি। গাছ পালা কমে যাওয়ায় শ্যামল ছায়া আর দেখতে পাওয়া যায় না। 

তিনি আরও বলেন, আমাদের বাঁচার একটাই পথ, বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে। যেখানেই ফাঁকা জায়গা সেখানেই বৃক্ষ রোপণ করে পরিচর্যা করতে হবে। এভাবে এগিয়ে যেতে থাকলে আবার সেই সবুজ হবে ঢাকা। ডিএনসিসিসহ যেকোনো সংস্থাকে আর একটি গাছও না কাটার আহ্বান জানাই। কোনো কাজের জন্য গাছ কাটার দরকার হলে আসুন আমরা বসি, আলোচনা করি এবং বাস্তবতা বিচার করি। মনে চাইলেই গাছ কেটে ফেলা যাবে না।

মেয়র আতিক বলেন, সবুজ-শ্যামল বাংলাদেশ থেকে অনেক দূরে সরে গিয়েছি আমরা। এগুলো এখন আমাদের কাছে ইতিহাস মনে হয়। ঢাকা শহরে পরিকল্পিতভাবে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সেই ইতিহাসকে সামনে নিয়ে আসতে চাই। আবার ঢাকা শহরকে সবুজ ছায়ায় ছেয়ে দিতে চাই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |