ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

চোখের সমস্যায় ভুগছেন ঢাকার গাড়িচালকরা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ , ০৬:৪০ পিএম


loading/img
প্রতীকী ছবি

রাজধানীর গাড়িচালকরা ব্যাপকভাবে চোখের সমস্যায় ভুগছেন। ২৮৯ জনের মধ্যে ১৬৪ জনেরই অবস্থা খারাপ বলে জানায় রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে সড়কে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরীর বিআরটিএ ভবনে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিআরটিএর চেয়ারম্যান বলেন, ২৮৯ জন চালকের চোখ পরীক্ষা করে ভিশন সমস্যা পাওয়া যায় ১৬৪ জনের। আর চোখের অন্যান্য সমস্যা পাওয়া যায় ৫৯ জনের ও চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় ৮ জনের।

বিজ্ঞাপন

অপরদিকে ২৪৯ জন চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। এছাড়া ডায়াবেটিক পাওয়া যায় ৬৯ জনের, ধূমপানজনিত সমস্যা পাওয়া যায় ১০৯ জনের।

ঢাকাসহ সারা দেশে বিভিন্ন বাস টার্মিনাল ও বিআরটিএর পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ ও র‌্যান্ডম ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়। এতে দেখা গেছে, অধিকাংশ চালক উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |