ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর জন্মবার্ষিকীতে আলোচনা সভা

আরটিভি নিউজ

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ , ০৬:৪৯ পিএম


loading/img

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের (মুসপ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। অলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী তার বক্তব্যে কর্নেল (অব.) শওকত আলীর দীর্ঘ কর্মময় জীবন ও বীরত্বগাথা তুলে ধরে তাকে জাতীয় বীরের মর্যাদা প্রদানের আহবান জানান। সভাপতির বক্তব্যে মাজেদা শওকত আলী বলেন, জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে শওকত আলী সামরিক শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে সমগ্র জীবন বীরদর্পে এগিয়ে গেছেন।

বিজ্ঞাপন

আলোচনায় আরও অংশ নেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস-চেয়ারম্যান ড. নিমচন্দ্র ভৌমিক, মেজর (অব.) রেজাউল করিম রেজা, মোঃ ইউনুস মিয়া, মোবারক হোসেন সেলিম, এডভোকেট নাজমা কাওসার, অধ্যাপক ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব হাসান-উজ-জামান, কোষাধ্যক্ষ তালুকদার ওমর আলী, যুগ্ম মহাসচিব শেখ শহিদুল ইসলাম, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সচিব মাহমুদুর রহমান খোকন, এনামুল হক আবুল, সমবায় সচিব আবু সাইদ তালুকদার, সাংস্কৃতিক সচিব মোঃ মোহসিন, ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |