ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার বাহিনী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ , ০৬:৫১ পিএম


loading/img
ছবি সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো. রুবেল হোসাইনের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে অনেক থানা থেকেই পুলিশ সদস্যরা চলে গেছেন। এমনকি রাস্তায়ও দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশের সদস্যদের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |