ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এবার ৫ জেল সুপারকে বদলি

আরটিভি নিউজ

বুধবার, ২৮ আগস্ট ২০২৪ , ০৭:২৮ পিএম


loading/img
সংগৃহীত

বদলির কাতারে এবার পড়েছেন পাঁচ জেল সুপার। এদের মধ্যে দুজন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) ও তিনজন জেল সুপার। কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে তাদের বদলি করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন- যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তারকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার হিসেবে।

বিজ্ঞাপন

অপরদিকে, শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার আলমকে হবিগঞ্জে, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমানকে দিনাজপুরে এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. আবু তালেবকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |