ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শীতার্তদের জন্য যে উদ্যোগ নিলো সরকার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ , ০৮:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। তাদের একটু উষ্ণতা দিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সব ঠিক থাকলে এসব মানুষের  মাঝে কম্বল বিতরণ করা হবে। এ লক্ষ্যে ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় তিন লাখ টাকা করে মোট ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আর্থিক বিধি-বিধান মেনে কম্বল কেনার নির্দেশনা দিয়ে এতে বলা হয়, জেলা প্রশাসকরা (ডিসি) তার অধিক্ষেত্রের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মাঝে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আজ দেশের সর্বনিম্ন তাপামাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |