ভাষা শহীদদের আত্মত্যাগই অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা: শাকিল উজ্জামান

আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:১৫ পিএম


ভাষা শহীদদের আত্মত্যাগই অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা
ছবি: সংগৃহীত

ভাষা শহীদদের মহান আত্মত্যাগই আমাদের অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

শাকিল উজ্জামান বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগই আমাদের অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি। অনেক রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা শহীদদের আত্মত্যাগ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, রাস্তায়, পরিবহনে চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। অন্য দিকে ঢাকায় বেশি মূল্যে কিনতে হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। রমজানে প্রায় সময় আমরা দেখতে পাই দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ফলে সমাজের নিন্মআয়ের মানুষের জন্য পরিবার নিয়ে চলতে কষ্ট হয়। সরকারের প্রতি আহবান জানাই সামনের রমজানে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়।

টাংগাইল সদরের জালফৈ হযরত আলী নূরানী ও ফাফিজিয়া মাদরাসায় মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে মশিউর রহমানের সঞ্চালনায়  সভায় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি ও  ফাহাদুল ইসলাম সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission