গাজায় মাস্তুল ফাউন্ডেশনের কোরবানির কার্যক্রম সম্প্রসারণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৭:২৫ পিএম


বাংলাদেশের পাশাপাশি গাজায় মাস্তুল ফাউন্ডেশনের কোরবানির কার্যক্রম সম্প্রসারণ
ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায় দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর মুখে হাসি ফোটাতে তাদের জন্য পশু কোরবানির উদ্যোগ নিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করে থাকে মাস্তুল ফাউন্ডেশন। এই বছর গাজায় চলমান মানবিক সংকট এবং সেখানকার মানুষের চরম দুর্দশার কথা বিবেচনা করে কোরবানির ফান্ডের একটি অংশ গাজাবাসীদের জন্য উৎসর্গ করেছে তারা। মিশরে অবস্থানরত ফিলিস্তিনি গাজা শরণার্থী, গাজার ভেতরে দেইর আল বালাহ ক্যাম্প ও খান ইউনুস ক্যাম্পে অবস্থিত শরণার্থীদের এই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ।  

এ বিষয়ে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, কোরবানি শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি ত্যাগের মহিমা এবং সহমর্মিতার প্রতীক। বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা সব সময় ছিলাম এবং থাকব। তবে এই মুহূর্তে গাজার পরিস্থিতি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সেখানকার মুসলিম ভাই-বোনেরা চরম দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই কোরবানির মাধ্যমে আমরা তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পেরেছি এবং এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছি।

কাজী রিয়াজ বলেন, শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, মাস্তুল ফাউন্ডেশন গাজার এতিম শিশুদের শিক্ষা, বিধবাদের ক্ষমতায়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মজলুম ভাইবোনের সাহায্য করে যেতে পারি সবসময়। 

মাস্তুল ফাউন্ডেশনের বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদরাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন এতিম শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন। এর বাইরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সব উপকরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া চিকিৎসা খাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে ‘মাস্তুল এইড’ প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিকের অধিক সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ববরণকারী রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে স্বাবলম্বী করছে। 

বিজ্ঞাপন

মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাইরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১ হাজার জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩ হাজারের অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা খাওয়ার ব্যবস্থা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া এ বছর থেকে মাস্তুল ফাউন্ডেশনে দানে সব দাতারা কর রেয়াত পাবেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission