ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

শিশু আলবিরার প্রাণ গেলো ত্রুটিপূর্ণ লিফটে

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ , ০৮:১৮ পিএম


loading/img

রাজধানীর শান্তিনগরের আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের গ্রিন পিস নামের অ্যাপার্টমেন্টে ত্রুটিপূর্ণ লিফটের দুই দরজার চাপা খেয়ে এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম আলবিরা রহমান (৯)। তার বাবার নাম শিপলু রহমান, মা রুনী বেগম। তারা ওই অ্যাপার্টমেন্টের ১৫ তলার বাসিন্দা। আলী বাবা ডোর কোম্পানির মালিকের ছেলে শিপলু ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতানা ইসলাম আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শান্তিনগরের গ্রিন পিস নামের অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের গ্রিন পিস অ্যাপার্টমেন্টের বাসায় ছুটে যান।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ১৩ শতাংশ শিশু হয়রানির শিকার: ইউনিসেফ
--------------------------------------------------------

এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে সুলতানা বলেন, পরিবার থেকে কোনো রকম লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শিপলু তার স্ত্রী রুনী বেগম ও মেয়ে উম্মে আলবিরা রহমানকে নিয়ে নিচ থেকে ১৫ তলায় উঠছিলেন। ১৫ তলায় উঠে শিপলু ও তার স্ত্রী লিফট থেকে নামলেও আলবিরা নামতে একটু দেরি করে এবং নামার সময় লিফটের দুই দরজা তাকে চাপ দেয়। উপরে কল ছিল বলে শিশুটিকে নিয়ে লিফট উপরে উঠে গেলে শিশুটির মাথা ছাদের সঙ্গে বাড়ি খায়। পরে দ্রুত আলবিরাকে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবার অভিযোগ করে, লিফটের সেন্সর কাজ না করায় এবং লিফট ম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অ্যাপার্টমেন্টের অফিসে ফোন করলেও কেউ রিসিভ করেনি।

এদিকে শুক্রবার নিহত আলবিরার প্রথম জানাজা অ্যাপার্টমেন্টের নিচে অনুষ্ঠিত হয়। জুমা নামাজের পর উত্তরার ১৩নং সেক্টরের লেক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে ১২ নং সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফ্ল্যাটের বাসিন্দারা জানান, ১৮০টি ফ্ল্যাটের এ বিশাল অ্যাপার্টমেন্টে এক হাজারেরও বেশি মানুষ বাস করে। তিনটি বিল্ডিংয়ের জন্য রয়েছে ছয়টি লিফট। প্রতিটি পরিবার মাসে চার হাজার টাকা সার্ভিস চার্জ দেয়।

আরও পড়ুন: 

এমসি/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |