ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

বানোয়াট তথ্য প্রচারণার দায়ে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮ , ০৬:৫৮ পিএম


loading/img

রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারণার দায়ে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে.এম হারুন অর রশিদকে আটক করেছে র‌্যাব-৩।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লে. কমান্ডার আশেকুর রহমান জানান, কে এম হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন। বিষয়টি গত মে মাস থেকে আমাদের নজরে আসে, এরপর জিয়া সাইবার ফোর্সের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় আটক করা হয়। সবশেষ মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করা হলো।

বিজ্ঞাপন

দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আটক হারুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লে. কমান্ডার আশেকুর রহমান।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এমসি/ এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |