ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এটিএম আজহারের সঙ্গে দেখা করলেন আইনজীবীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ , ০৩:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার আইনজীবীরা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আজহারের সঙ্গে দেখা করেন পাঁচজন আইনজীবীর একটি দল।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিকাশ রায়হান বলেন, আইনজীবীরা ১৫ মিনিটের মত ছিলেন। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে তাদের কথা হয়েছে এবং আজহারুল ইসলাম তাতে সম্মতি দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

এটিএম আজহারুল ইসলাম একাত্তরে ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি এবং আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন।

সে সময় বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে ১৪ শ’র বেশি মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতনের ঘটনা ঘটেছিল। এসব অপরাধ তার নেতৃত্বেই হয়েছিল বলে এ মামলায়  উঠে আসে।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |