ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

পিআইবির আয়োজনে শিশু সাংবাদিকদের রিপোর্টিং প্রশিক্ষণ

আরটিভি নিউজ

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ , ০৫:০৭ পিএম


loading/img
পিআইবির আয়োজনে রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালায় শিশু সাংবাদিকরা, ছবি: সংগৃহীত

প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, আজকের শিশুই আগামী দিনের সাংবাদিক। শিশুদের জগত এখন অনেক বড়। আজ তোমরা দুদিনের প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যম সম্পর্কে যে ধারণা পেলে তা আগামীদিনের চলার পথের সহায়ক। প্রশিক্ষণে তোমাদের অনেক কিছু জানা হলো, শেখা হলো। এটাই শেষ নয়, আরও জানতে হবে, দিগন্ত আরও প্রসারিত করতে হবে। পিআইবি তোমাদের পাশে রয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৪ ডিসেম্বর) প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ পিআইবির সেমিনার কক্ষে শিশু সাংবাদিকদের দুই দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে সনদ প্রদান করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমান।
পি/এসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |