ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বইমেলায় সাড়া ফেলেছে কবি জোবায়ের মিলনের ‘স্বৈরাচারী দুঃখ ও বিবিধ’

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ১১:২১ এএম


loading/img
কবি জোবয়ের মিলন ও তার কাব্যগ্রন্থ ‘সৈরাচারী দুঃখ ও বিবিধ’-এর প্রচ্ছদ

অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ প্রকাশিত হয়েছে কবি জোবায়ের মিলনের কাব্যগ্রন্থ ‘স্বৈরাচারী দুঃখ ও বিবিধ’। পাণ্ডুলিপি প্রতিযোগিতার মাধ্যমে পেন্সিল পাবলিকেশন্সের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে গ্রন্থটি প্রকাশ করেছে ‘পেন্সিল’ পাবলিকেশন্স। 
কবি জোবায়ের মিলন দীর্ঘ সময় ধরে কবিতা লেখার চর্চায় নিবিষ্ট থাকলেও এটিই তার প্রথম কবিতাগ্রন্থ। কেন, কী কারণে এতদিন তিনি তার কবিতাগুলোকে গ্রন্থাকারে আবন্ধ করেননি, সে নিয়ে কবির একটিই উত্তর- জানি না। তবে কবিতাকে মলাটের চাদরে না জাড়ালেও তিনি নিয়মিতভাবে কবিতা লিখছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাহিত্যসাময়িকী এবং ছোটকাগজগুলোর প্রায় সংখ্যায়। সমকালীন কবিদের মধ্যে কবি জোবায়ের মিলনের গুণ- তিনি নিয়মিত, পরিশ্রমী, মগ্ন ও স্বতন্ত্র। তিনি তার নিজের মতো করে লেখেন নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ; লেখেন অভিজ্ঞতা, অভিজ্ঞান আর দৃষ্টিকে একসারিতে নামিয়ে। তার কবিতায় বিচ্যুতির ক্রন্দন, প্রাপ্তির আনন্দ, বিদ্রোহ ও আহ্বান স্পষ্ট।
কবি বলেন, প্রত্যেক মানুষের যেমন নিজের কিছু কথা থাকে, যা সে একা একা একার ভেতর হাঁটতে হাঁটতে কিংবা বিশ্রামের সময় মনে মনে নিজের সঙ্গেই উচ্চারণ করে, হাসে কাঁদে; কবিও তেমনি উচ্চারণ করে, হাসে, কাঁদে। সাধারণরা সেই উচ্চারণগুলো কোথাও টুকে রাখে না বলে তা হারিয়ে যায়, আর কবি শৈল্পিক ভাঙময়তার মাধ্যমে গাণিতিক ছকে নোটবুকে টুকে রাখে বলে তা হয়ে ওঠে কবিতা; কবিতা আসলে চর্চার আর সাধনার, এর চেয়ে অলৌকিক কিছু নয়। 
কবি আরও বলেন, ‘স্বৈরাচারী দুঃখ ও বিবিধ’ গ্রন্থটি বহুমত্রিক স্বরের যোজন নয়। অনেক বিষয়ের একত্রিত বন্ধনও নয়। মাত্র দুটি বিষয়কে এখানে যুক্ত করা হয়েছে। এক, স্বগোক্ত বেদনা। দুই, বিনাশ ও বিচ্যুতির বিপরীতে তীব্র চিৎকার। তিনটি ভাগে বিষয়ের ক্রম রাখা হয়েছে বলেই এটিকে গ্রন্থ হিসেবে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে। অন্য অনেকের মতো আত্মঢোল পেটাতে গিয়ে কবি জোবায়ের মিলন মিথ্যায় আশ্রয় নিতে চান না বলেই তিনি ব্যক্ত করেন যে, এটি বাঁক বদলের মোহনাও না, ধারা ভেঙে চুরচুর করার তীব্রপ্রকাশও না। এটি একজন জীবনদর্শকের বলে যাওয়া ব্যথা ও বক্তৃতা অথবা যাপন উপকূলে নিশ্চুপে হাঁটা এক পথিকের একান্ত অনুভবমালা। 
এবারের বইমেলায় সাড়া ফেলা কবি জোবায়ের মিলনের ‘স্বৈরাচারী দুঃখ ও বিবিধ’ এই কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। গায়ের মূল্য- ১৮০ টাকা। মেলায় ২৫ শতাংশ কমিশনে ১৩৫ টাকা। পেন্সিল পাবলিকেশন্সের স্টল নম্বর- ১০৫।    

বিজ্ঞাপন


       
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |