ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধুকে নিয়ে স্ক্রল পেইন্টিং পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ , ০৭:৪৯ পিএম


loading/img

রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবন নিয়ে দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের পট’ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ।

বিজ্ঞাপন

আজ (১ মার্চ) দেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের পট’ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ফেব্রুয়ারি সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের পট’-এর উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং দুই সপ্তাহব্যাপী প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলবে। 

প্রতিমন্ত্রী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের পট’ শীর্ষক সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের বিশাল পেইন্টিং প্রদর্শনী আয়োজনের জন্য প্রতিমন্ত্রী শিল্পী বিকাশের ভূয়সী প্রশংসা করেন। তিনি সারাদেশে এ ধরনের পেইন্টিং প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, স্ক্রল পেইন্টিংয়ের শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, জাতীয় জাদুঘরের সচিব গাজী ওয়ালিউল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের পট’ শীর্ষক পেইন্টিংটির দৈর্ঘ প্রায় ১৫০ ফুট। যেখানে বঙ্গবন্ধুর বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবনের অসংখ্য ছবির পেইন্টিং রয়েছে।

বিজ্ঞাপন

শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ প্রতিমন্ত্রীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের পট’ শীর্ষক স্ক্রল পেইন্টিংয়ের একটি রেপ্লিকা উপহার দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |