ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

কর্ণাটক রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশ ইয়ুথ টিমের

আরটিভি নিউজ

রোববার, ১৬ অক্টোবর ২০২২ , ১২:২৪ এএম


loading/img

ভারতের কর্ণাটকের রাজ্যপাল ড. থাওয়র চাঁদ গেহলটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (১৫ অক্টোবর) বিকালে রাজভবনে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের যুব প্রতিনিধি দল।

এ সময় রাজ্যপাল ইয়ুথ ডেলিগেশন টিমকে কর্ণাটকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলাপ করেন এবং বিশেষ করে ঐতিহ্যবাহী মসলিন নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। তরুণ-তরুণীরা মসলিন নিয়ে বিস্তারিত তুলে ধরেন রাজ্যপালকে।

বিজ্ঞাপন

এরপর কর্ণাটকের বিধানসভা পরিদর্শন করেন ইয়ুথ ডেলিগেশন টিম।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তরুণ তরুণীরা।

গত ১২ অক্টোবর অষ্টমবারের মতো শত তরুণ-তরুণী গেল ভারত সফরে। ভারত সরকারের ব্যবস্থাপনায় বিভিন্ন অঙ্গনের একশ তরুণ-তরুণীকে প্রতিবছর ভারতে নিয়ে যাওয়া হয়। ৮ দিনের সফর শেষে ২০ অক্টোবর দেশে ফিরবে ডেলিগেশন টিম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |