ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সমকামী-যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বেশি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ , ০৮:৫০ পিএম


loading/img

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৭০৮ জন এইচআইভি ভাইরাসে সংক্রমিত। এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৮২০ জন। এই ভাইরাসে নতুন করে সংক্রমিতদের মধ্যে সমকামী, যৌনকর্মী, শিরায় মাদক গ্রহণকারী ও বিদেশফেরত শ্রমিকরা বেশি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন। বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিপাদ্য- ‘সমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার সময় বিশেষ করে শ্রমিকদের এইচআইভিসহ নানা পরীক্ষা করা হয়। তবে তাঁরা দেশে ফেরার সময় আর স্বাস্থ্য পরীক্ষা করান না। এইডস প্রতিরোধে বিদেশ থেকে ফেরার সময়ই প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে এইচআইভি সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এক বছরের হিসেব দিতে গিয়ে জাহিদ মালেক জানান, নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ৯৪৭ জন। এক বছরে দেশে এইডসে ২৩২ জন মারা গেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রাজেন্দ্র গোহরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |