ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

এবার বেড়েছে কনডম-পিলের দাম

আরটিভি নিউজ

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৬:৩৩ পিএম


loading/img

বাজারে এবার দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে জন্ম নিয়ন্ত্রণসামগ্রী। জন্ম নিয়ন্ত্রণসামগ্রীর দাম কয়েক দফায় বেড়েছে। বর্তমানে এ দাম বেড়েছে ১০ থেকে ৭০ টাকা পর্যন্ত।

বিজ্ঞাপন

জন্মনিয়ন্ত্রণ পিল (খাওয়ার বড়ি) প্যাকেটের গায়ের মূল্যের তুলনায় দেড় থেকে দুই গুণ দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, যা আগে ছিল ১৩ টাকার মতো। কনডমের বাজারেও একই অবস্থা। দুই বছর আগেও যে কনডমের দাম ৬ টাকা ছিল দেড় মাস আগে সেই একই কনডমের দাম ওঠেছে ১০ টাকায়। বর্তমানে ১২ টাকার নিচে বাজারে কোনো কনডম পাওয়া যায় না।

এদিকে, প্রেগন্যান্সি টেস্ট কিটের দাম কয়েকগুণ বেড়েছে। প্রতিটি কিট বিক্রি হচ্ছে আগের থেকে ২০ টাকা বেশি দামে। বর্তমানে ৮০ টাকার কমে কোনো কিট বাজারে নেই। কিছু কিটের দাম ১২০ টাকায় গিয়ে ঠেকেছে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের মিজমিজি এলাকার ফার্মেসি মালিক জামান বলেন, বাজারে ওষুধের দামের পাশাপাশি জন্মনিয়ন্ত্রণসামগ্রীর দাম বেড়েই চলছে। পিল-কনডমের বাজারই নয়, প্রেগন্যান্সি টেস্টের কিটও অনেক বেড়েছে।

একই এলাকার ওষুধের দোকানি আব্দুল মজিদ বলেন, পাইকারিতে আমরা কমপক্ষে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে কিনে থাকি। তাহলে খুচরা পর্যায়েও বাড়িয়ে বিক্রি করতে হয়। এ অবস্থা জন্মনিয়ন্ত্রণের সবসামগ্রীর। মানুষেরও কিছু করার নেই সব কিছুর দামইতো বাড়তি।

বিষয়টি এড়িয়ে গিয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এক কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সরকারিভাবে আমরা বিনামূল্যে সব ধরনের সামগ্রী দিচ্ছি। এসব সামগ্রীর বিলি করা হচ্ছে নিয়মিত। পর্যাপ্ত জন্মনিয়ন্ত্রণ সামগ্রী আমাদের কাছে আছে। আমাদের থেকে যে কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |