ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বেশির ভাগ ছেলেই সিঙ্গেল থাকতে ভালোবাসেন, কারণ জানাচ্ছে সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:০০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পুরুষরা স্বভাবতই নিঃসঙ্গ হয় না। কারণ, তাদের অল্প বয়স থেকেই শেখানো হয় যে আবেগগুলো মেয়েদের জন্য। এরপরও মানুষেরা অবাক হয় কেন যুবকরা এতো একা থাকে?

বিজ্ঞাপন

সম্প্রতি পিউ রিসার্চ সমীক্ষায় দেখা গেছে, ৩০ বছরের কম বয়সী পুরুষদের ৬৩ শতাংশই ‘সিঙ্গেল’ থাকতে ভালোবাসেন। আর ২০১৯ সালে এ পরিসংখ্যান ৫১ শতাংশ ছিল। অন্যদিকে নারীদের ক্ষেত্রে এ সংখ্যা মাত্র ৩৪ শতাংশ। 

গবেষণায় দেখা গেছে, যৌনতা ফ্যাশনের বাইরে চলে যাচ্ছে। এর কারণ হিসেবে আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো, পর্ন ছবির প্রতি আসক্তিকে দায়ী করা হয়। এ ছাড়া না চাইতেই শারীরিক চাহিদা পূরণ হওয়া, একা থাকার প্রবণতার অন্যতম কারণ। যা এক প্রকার অভ্যাসে রূপ নিয়েছে।

বিজ্ঞাপন

হালের গবেষণা বলছে, প্রতি ১০ জন পুরুষের মধ্যে ৬ জনই কোনো ধরনের রোম্যান্টিক সম্পর্কে জড়াতে উৎসাহিত না। শুধু রোমান্টিক সম্পর্কই না, এর সঙ্গে যৌন কার্যকলাপেও আগ্রহ হারাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যার শিক্ষক নাইয়োবি ওয়ের দাবি, আমরা যোগাযোগ রক্ষার সংকটে ভুগছি। নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, এমনকি আত্মীয়-পরিজনের সঙ্গে ন্যূনতম যোগাযোগ রাখতে না পারায় আমাদের এ অবস্থা।

মনোবিদ ফ্রেড র‍্যাবিনোউইজের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো, পর্ন ছবির প্রতি আসক্তি ও না চাইতেই শারীরিক চাহিদা পূরণ একা থাকার প্রবণতার কারণ। এটা এখন রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : দ্যা গার্ডিয়ান

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |