ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জাতীয় শোক দিবস, ঢামেকে উন্নত মানের খাবার-ফ্রি চিকিৎসা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ , ০৮:৫৪ এএম


loading/img
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শোকাহত জাতি গভীর শ্রদ্ধাভরে জাতীর পিতাকে স্মরণ করছে। এই জাতীয় শোক দিবসে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জাতীয় পতাকা অর্ধনমিত, রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও উন্নতমানের খাবার দেওয়াসহ নানা রকম উদ্যোগ হাতে নিয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসার জন্য বিনামূল্যে রোগীদের টিকেট দেওয়া হবে।

নাজমুল হক বলেন, এ দিন বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনার পাশাপাশি হাসপাতালের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রোগীদের খাবার তালিকায় রাখা হয়েছে উন্নত মানের খাবার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |