ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নেশনস লিগ

সেমিতে জার্মানির মুখোমুখি পর্তুগাল, ফ্রান্সকে পেল স্পেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০২:০২ পিএম


loading/img
ছবি: এএফপি

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এক সঙ্গে মাঠে নেমেছিল আট দল। যেখান থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে চারটি দেশ। সেই তালিকায় রয়েছে রোনালদোর পর্তুগালসহ স্পেন, ফ্রান্স ও জার্মানি। এতে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল,  আর ফ্রান্সকে পেয়েছে স্পেন।

বিজ্ঞাপন

ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছিল পর্তুগাল। দ্বিতীয় লেগে শুরুতেই প্রতিপক্ষের ডিফেন্ডার বক্সের ভেতর রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। তা থেকে কেসপার স্মাইকেলকে পরাস্ত করতে ব্যর্থ হন রোনালদো।

অবশ্য গোল পেতে দেরি হয়নি তাদের। ৩৮ মিনিটে কর্নার থেকে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৫৬ মিনিটে রামোস ক্রিস্টিয়ানসেনের গোলে খেলায় সমতার পাশাপাশি দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ডেনমার্ক। এবার চমক দেখান রোনালদো।

বিজ্ঞাপন

ব্রুনো ফার্নান্দেজের শট স্মাইকেল ফিরিয়ে দেওয়ার পর ফিরতে শটে কোনাকোনিভাবে বল জালে জড়ান পর্তুগিজ তারকা। খানিক পর ক্রিস্টিয়ান এরিকসন আবার গোল করে ডেনমার্ককে সমতায় আনেন। তবে এরপর টানা তিন গোল করে পর্তুগাল ৫-৩ অগ্রগামীতায় নিশ্চিত করে সেমি। পর্তুগালের বাকি তিন গোল করেছেন ফ্রান্সিসকো ত্রিনকাও ও গনজালো রামোস।

আরও পড়ুন

সেমিফাইনালে শক্তিশালী জার্মানির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ইতালির বিপক্ষে প্রথম লেগের পর দ্বিতীয় লেগও ড্র্র করে জার্মানি এতে দুই লেগ মিলিয়ে ইতালিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জার্মানি।

আরেক সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। দুই লেগ মিলিয়ে ম্যাচ ড্র হলে দুই দলেরই ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যেখানে নেদারল্যান্ডসকে ৫-৪ ব্যবধানে স্পেন এবং ক্রোয়েশিয়াকে পরাস্ত করে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |