ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শুক্রবার শহীদ মিনারে ‘পলান সরকার স্মরণে বই বিনিময় উৎসব’

তরিকুল ফাহিম

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ , ০৫:১৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মানুষ প্রতিনিয়ত একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছে নিজস্ব ব্যস্ততায়। এমনই এক অবস্থার প্রেক্ষিতে ‘মেঘের ধাক্কা’ আয়োজন করতে যাচ্ছে ‘পলান সরকার স্মরণে বই বিনিময় উৎসব।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টায় পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে এই আয়োজন। ২০২২ সাল থেকে এই অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে এবং ‘মেঘের ধাক্কা’ প্রতি বছরই এই আয়োজনটি করতে বদ্ধপরিকর। 


আয়োজক সংগঠন ‘মেঘের ধাক্কা’ সবাইকে বাসা থেকে নতুন, পুরনো যেকোনো কিছু বই সঙ্গে আনতে অনুরোধ জানিয়েছে। তারপর সেই বইগুলো অনুষ্ঠানস্থলে আসা অন্যদের সঙ্গে বিনিময় করতে হবে। 

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের ভাষ্য, এই আয়োজনটি শুধু বই বিনিময় উৎসব হিসেবেই ভাবা হচ্ছে না। সবাই যেন একে অপরের সঙ্গে পরিচিত হন, গল্প করেন, পারস্পরিক সুখ-দুঃখ, চিন্তা-ভাবনা ও ভাব বিনিময় করেন এমনটাই প্রত্যাশা। কেননা, এই শহরের ভেতরে ভেতরে মানুষ বড় একা। আমরা চাই এই আয়োজনের মাধ্যমে মানুষে মানুষে সৌহার্দ্য বিনিময় এবং মুক্তচিন্তার আদান-প্রদান ঘটুক।  শিশুদের সঙ্গে আনারও অনুরোধ জানিয়েছে মেঘের ধাক্কা। 


অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যশিল্পী ও আবৃত্তিশিল্পীসহ অন্যান্য গুণিজন। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।  

উল্লেখ্য, পলান সরকার ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি তার জীবনের সমস্ত সহায়-সম্বল বিকিয়ে দিয়ে নিজের জীবন শিক্ষার জন্য উৎসর্গ করেছেন। ৯০ বছর বয়সেও তিনি প্রতিদিন দশ-বারো কিলোমিটার হেঁটে মানুষের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিয়েছেন।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |