ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শিশুদের কল্পনার স্মার্ট বাংলাদেশ

আরটিভি নিউজ

রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ , ০১:১০ পিএম


loading/img

গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে ৫২ ফুট ক্যানভাসে রং-তুলিতে শিশুরা আঁকলো স্মার্ট বাংলাদেশ। শিশু একাডেমি প্রাঙ্গণে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ ক্যানভাসের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে গৌরবময় বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আবুল বারক আলভী এবং অভিনেতা আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে তত দিন নারীরা পথ হারাবে না মন্তব্য করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘আগামী প্রজন্ম জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে বেড়ে উঠবে। এই শিশুরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ স্মার্ট দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যতদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী থাকবে, ততদিন দেশ সমৃদ্ধ, নারী-শিশু উন্নয়ন, ক্ষমতায়ন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও ছিলেন– অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ড. কেয়া খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তারসহ দফতর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |