ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রাথমিকের পর বাড়ছে মাদরাসার ছুটিও

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ , ০৫:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ছুটি ৭৬ দিন। সেই হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম ছুটি থাকা ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষকরা। এরপর ১৬ দিন বাড়িয়ে তাদের ছুটি ৭৬ দিন করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে মাদরাসাগুলোতে ছুটি ৬০ দিনই রয়ে গেছে। বিষয়টি নিয়ে মাদরাসা শিক্ষকরাও ক্ষোভ জানিয়েছেন জানিয়েছেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের ফোন করে ছুটি বাড়ানোর অনুরোধও করছেন শিক্ষকরা। এমন পরিস্থিতিতে মাদরাসার ছুটিও বাড়ানোর উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।

মাদরাসা শিক্ষকরা বলছেন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদরাসার বার্ষিক ছুটির বৈষম্য অনেক দিনের। এবার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন। সেখানে মাদরাসার ছুটি মাত্র ৬০ দিন। একই সিলেবাসে পড়ানোর পরও তারা ১৬ দিন ছুটি বেশি পাচ্ছে। আর মাদরাসার শিক্ষকরা ছুটি পাচ্ছেন মাত্র ৬০ দিন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদরাসার ছুটিও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্লাস-পরীক্ষার রুটিনসহ বিভিন্ন কারণে ছুটির ভিন্নতা থাকে। তবে মাদরাসার ছুটি সমান না হলেও যাতে মাধ্যমিক ও প্রাথমিকের কাছাকাছি থাকে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সে অনুযায়ী, চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকার কথা ছিল ৬০ দিন। তবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন বেশি ছুটি থাকায় প্রাথমিকের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। এরপরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়িয়ে নতুন করে শিক্ষাপঞ্জিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |