• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হাবিপ্রবির কবি সুফিয়া কামাল হলের নতুন হল সুপার অধ্যাপক ড. নূর- ই-নাজমুন নাহার

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৪, ২০:১২
অধ্যাপক ড. নূর- ই-নাজমুন নাহার
অধ্যাপক ড. নূর- ই-নাজমুন নাহার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের নতুন হল সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসা. নূর- ই-নাজমুন নাহার।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

দায়িত্ব পেয়ে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের নিকটে যাবার অধিকতর সুযোগ তৈরি হবে। এ দ্বায়িত্ব দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

অধ্যাপক ড. নূর- ই-নাজমুন নাহার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং মনবুশো স্কলারশিপের আওতায় জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের তৃতীয়বারের মতো বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকমিশনে হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ 
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষ করতে দুই দিনব্যাপী কর্মশালা
ইসকন নিষিদ্ধের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ
প্রান্তিক অঞ্চলে হাবিপ্রবির ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প