ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বইমেলায় শফিক রিয়ান’র উপন্যাস ‘বিষাদের ছায়া’

শিল্প-সাহিত্য ডেস্ক

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ , ০৬:৩১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিষাদের ছায়া’।

বিজ্ঞাপন

মধ্যবিত্তের অলংঘনীয় এক যন্ত্রণার গল্প নিয়ে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসেন। বইমেলায় দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে বলে প্রকাশক মো. হৃদয় হোসেন জানান।

নতুন বই প্রকাশের বিষয়ে লেখক শফিক রিয়ান জানান, মানুষের জীবন কি মেঘের মতো হতে পারে? মেঘ যেমন দিগ্বিদিক উড়ে বেড়াতে পারে, মানুষও কি এভাবে উড়ে বেড়াতে পারে? পারুলের আজ নিজেকে মেঘের মতো মনে হচ্ছে। সে মেঘ, অসীম নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। যে মেঘ কেবল আকাশের বুকে ঘুরেই বেড়ায়, বৃষ্টি হয়ে ঝরে পড়ে না। না থাকুক, উপন্যাস নিয়ে আর বেশি কিছু না বলি। আমি চাচ্ছি আমার প্রিয় পাঠকরা মেলা থেকে বই সংগ্রহ করে ‘বিষাদের ছায়া’র গল্পটা সবার সাথে ভাগাভাগি করুক। গল্পটা হয়ে উঠুক মধ্যবৃত্ত শ্রেণির উপাখ্যান। আশা করছি, পাঠক বইটিকে প্রিয় হিসেবেই গ্রহণ করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘বিষাদের ছায়া’ শফিক রিয়ানের তৃতীয় উপন্যাস ও পঞ্চম বই। ইতিপূর্বে- আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), মেঘ বিষাদের দিন (২০২২), বিধ্বস্ত নক্ষত্র (২০২২) ও নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত (২০২৩) এই বইগুলো প্রকাশ হলে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। নতুন উপন্যাস নিয়েও আশাবাদী এই তরুণ লেখক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |