• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কুয়েতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১
মাতৃভাষা
সংগৃহীত

‘অমর একুশে ফেব্রুয়ারি, ২১ আমার অহংকার’ এই প্রতিপাদ্যে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।

জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন এবং দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

দূতাবাসের মাল্টি পারপাস হলে পবিত্র কুরআন তেলাওয়াত ও একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, আবুল হোসেন (মিনিস্ট্রি), কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েতের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমান, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী সংবাদকর্মী, কুয়েতে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
ভিয়েতনামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ফিনল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মিয়ানমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন