কবি ঋজু রেজওয়ানের কাব্যগ্রন্থ ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’
‘অমর একুশে বইমেলা ২৪’-এ প্রকাশিত হয়েছে কবি ঋজু রেজওয়ানের কাব্যগ্রন্থ ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী।
‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’ কবির তৃতীয় কবিতাগ্রন্থ। এর আগে ২০২২ ও ২০২৩ সালে বইমেলায় আত্মপ্রকাশ করেছে ‘সুখ+মানুষ = জামা>গিলোটিন’ এবং ‘বিপ্রতীপতা (+) হাইটেক বাই ফোকাল’ নামের দুটি কবিতাগ্রন্থ।
ঋজু রেজওয়ানের লেখালেখির চর্চা কৈশোরে স্কুল দেয়ালপত্রিকা ‘উদয়ন’-এর সম্পাদনার মধ্য দিয়ে। তিনি নিয়মিত লিখছেন ছোট-বড় কাগজে এবং দৈনিকের সাহিত্য সাময়িকীতে। কবিতা, কবিতাবিষয়ক প্রবন্ধ, শিশুতোষ ছড়া ছাড়াও পদ্যও লিখছেন সমান আগ্রহে।
‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’ সম্পর্কে বলতে গিয়ে ঋজু রেজওয়ান বলেন, এর প্রতিটি কবিতা শাস্ত্রীয় ছন্দের নানারকম পরীক্ষা ও নীরিক্ষার এক আকর গ্রন্থ হলেও এর প্রতিটি কবিতা সাবজেক্টলি অ্যান্ড স্ট্রাকচারাল দিক থেকে বিবেচনা করলে এ সবই আবহমান কবিতার চিরায়ত সুর ঝংকৃত হয়েছে এ কবিতাগ্রন্থে। এ ছাড়া তিনি আরও বলেন, তার প্রথম দুটি কবিতাগ্রন্থের বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে আছে ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর।’
এ কবিতাগ্রন্থে দুটি পর্ব। ‘জ্যা ~ মন নাচমিতি’ পর্বে ২৪টি কবিতা ও ‘এবং জলপ্রহর’ পর্বে ২৭টি কবিতা সন্নিবেশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। পাওয়া যাবে ১৪৭-১৪৮ স্টলে।
মন্তব্য করুন