সালমান হাবীবের কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’

শিল্প-সাহিত্য ডেস্ক

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ , ০৪:৩৬ পিএম


সালমান হাবীবের কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’
ছবি : সংগৃহীত

 

বিজ্ঞাপন

অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীবের কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো।’ এটি কবির ১১তম কাব্যগ্রন্থ।

বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ বোরহান। প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। বইমেলায় ভূমি প্রকাশের স্টলে (৩০৬, ৩০৭) পাওয়া যাবে বইটি।

বিজ্ঞাপন

‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’ কাব্যগ্রন্থে উঠে এসেছে যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা। 

তার আগের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’ ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’ ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’ ও ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’ ‘দুখ দুগুণে পাঁচ’ ও কবি তার কবিতার।

প্রসঙ্গত, কর্মজীবনে সালমান হাবীব একজন রেডিও ব্যক্তিত্ব। তিনি এফএম ‘রেডিও ক্যাপিটাল’-এ ‘মধ্যরাতের ভবঘুরে’ নামে একটি জনপ্রিয় শো উপস্থাপনা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission