১৭ বছর পর দেশে ফিরলেন সেই প্রবাসী
আরটিভিতে সংবাদ প্রচারের পর প্রবাসীদের সহযোগিতায় ১৭ বছর পর দেশে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিম। বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরেন।
যাওয়ার আগে বিমানবন্দরে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। ধন্যবাদ জানান শ্রমিক নেতা নাজমুল ইসলাম বাবুল ও আরটিভিকে। পরিবারের কাছে বেঁচে ফিরতে পারায় অন্যরকম ভালোলাগা কাজ করছে বলেও মন্তব্য করেন এ প্রবাসী। ‘১৭ বছর প্রবাসে থেকেও নিঃস্ব আব্দুর রহিম’ শিরোনামে এ বছরের ৩০ জানুয়ারি খবর প্রচার করে আরটিভি।
মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিও দেখে সহযোগিতার হাত বাড়ায় নানা শ্রেণি -পেশার প্রবাসী বাংলাদেশি। পাসপোর্ট ভিসার জটিলতা থাকলেও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় মেলে ট্রাভেল পারমিট। ইকবাল হোসেন নামে আম্পাং এর এক ব্যবসায়ী হাইকমিশনের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেন আব্দুর রহিমের চিকিৎসা ও দেশে ফেরা বাবদ। এছাড়া অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়ান অহিদুর রহমান অহিদ, নাজমুল ইসলাম বাবুলসহ বেশ কয়েকজন।
উল্লেখ্য সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে ছিল আব্দুর রহিম নামে ঐ প্রবাসী। খবর পেয়ে শ্রমিক লীগ মালয়েশিয়া’র সভাপতি নাজমুল ইসলাম বাবুল সেখানে ছুটে যান এবং বেশ কয়েকজন প্রবাসীর সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করেন। আব্দুর রহিম ১৭ বছর আগে মালয়েশিয়ায় এসেছিলেন, তবে নানা জটিলতায় দীর্ঘ এই সময়ে তার একবারও দেশে ফেরা হয়নি।
আর্থিক অসচ্ছলতায় রাস্তার পাশে একটি ওভারব্রিজের নিচে থাকতেন তিনি।
এদিকে দেশে ফেরার পর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে ব্র্যাক। ব্র্যাকের অভিবাসন বিভাগের বিমানবন্দরের দায়িত্বে থাকা রায়হান কবির এ প্রতিবেদককে বলেন, আমরা তার চিকিৎসার দায়িত্ব নিতে চাই।
মন্তব্য করুন