ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৩৯ প্রবাসী বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মার্চ ২০২৪ , ১২:০০ পিএম


loading/img
কুয়ালালামপুর বিমানবন্দরে ফেরত পাঠানো বাংলাদেশি। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক হওয়া ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ। বুধবার (২০ মার্চ) দেশটির জোহর অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) গেট দিয়ে বন্দি ৩৯ বাংলাদেশিকে তাদের দেশে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পুনরায় মালয়েশিয়া প্রবেশে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদেরকে পাঁচ বছর বা চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, মিয়ানমার, থাইল্যান্ড এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |