• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

বেতন-ভাতা নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১৫:১৬
বেতন-ভাতা
ফাইল ছবি

ঈদের সপ্তাখানেক আগেই বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাউশির আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মার্চের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে সরকার। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ না থাকায় এমপিও চেক ছাড় নিয়ে শিক্ষকদের আগ্রহে থাকে।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যায় ১২০৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির বিষয়ে যা জানাল মাউশি
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ত্রাণ বিতরণ
শর্ত সাপেক্ষে ডিগ্রির তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা