• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সৌদিতে বাংলাদেশি নিহত

আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২৪, ২৩:০৪
নিহত জাহাঙ্গীর আলম ভূঁইয়া (সংগৃহীত ছবি)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সৌদি আরবের মদিনা শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাহাঙ্গীর আলম চট্টগ্রামের মিরসরাইয়ের ১২নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া গ্রামের জালাল আহম্মদ ভূঁইয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। সেখানে তার একটি ওয়ার্কশপ রয়েছে। বৃহস্পতিবার মদিনার সড়কে তাকে বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর আলমের ভাতিজা মোহাম্মদ তারেক জানান, বাড়িতে যখন সবাই ঈদের আনন্দে ব্যস্ত তখন এই দুঃসংবাদ শুনে খুব কষ্ট লাগছে। সৌদিতে এক সপ্তাহ সব সরকারি অফিস বন্ধ থাকবে। অফিস খুললে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ নিহত ২
মালয়েশিয়ায় বন্দিশিবির থেকে ৬ বাংলাদেশি উদ্ধার 
মুসলিমদের পাশাপাশি ট্রাম্পকে চান বাংলাদেশি ভোটাররাও