তীব্র তাপপ্রবাহে ছুটি বাড়ালো শিশু একাডেমি
তীব্র তাপপ্রবাহের কারণে শিশু একাডেমির সব ধরনের প্রশিক্ষণ ও শ্রেণি কার্যক্রম আগামী ৫ মে (রোববার) পর্যন্ত বাড়ানো হয়েছে। রমজান ও ঈদের ছুটি শেষে গত ২৫ এপ্রিল বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ ও ক্লাস শুরু হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৩০ এপ্রিল) শিশু একাডেমির সহকারী পরিচালক আমির হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ের সাংস্কৃতিক প্রশিক্ষণ ক্লাসের ২০২৪ শিক্ষাবর্ষের সিনিয়র ও জুনিয়র শাখার সব প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীর জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সব প্রশিক্ষণ ক্লাসের ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করা হলো। তবে এ সময়ের মধ্যে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।
মন্তব্য করুন