• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নটর ডেমে একাদশে ভর্তিতে লাগবে যেসব যোগ্যতা

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ১৭:৪২
ফাইল ছবি

রাজধানীর নটর ডেম কলেজ চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যোগ্যতার শর্ত প্রকাশ করেছে। দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে।

মঙ্গলবার (১৪ মে) একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তিসংক্রান্ত তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রতিবছরের মতো এবারও নটর ডেম কলেজ নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

এছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নটর ডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ 
জাতীয় ক্রীড়া পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি
বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগের সাবেক নেতা, অতঃপর...
সোমবার রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা