• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইবে

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ২০:১৪
ফাইল ছবি

পুরো এপ্রিলজুড়ে ছিল তাপপ্রবাহ।‌ টানা তাপপ্রবাহের মধ্যে অস্বস্তিতে কেটেছে দেশের মানুষের জীবন। তীব্র গরমে সারাদেশে জনজীবন ছিল বিপর্যস্ত। চলতি মাসের রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টি হয়ে তাপমাত্রা স্বাভাবিক হয়েছে। চলতি সপ্তাহে বৃষ্টি হয়নি বললেই চলে। দেশের কিছু জেলায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। বুধবার (১৫ মে) চার বিভাগ ও বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানায়, বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা এবং পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা
হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ