১৬ মে : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ০৬:৩৬ এএম


সৌরজগত, হ্যালির ধূমকেতু
১৯৮৬ সালের এই দিনে সৌরজগতের অভ্যন্তর ভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু

আজ বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

বিজ্ঞাপন

ঘটনাবলি:

১৫০২ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং এলাকার নাম রাখে হন্ডুরাস

বিজ্ঞাপন

১৫৩২স্যার টমাস মুর পদত্যাগ করেন ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে

১৮২২গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়

১৮৭৪মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে

বিজ্ঞাপন

১৮৮১বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়

১৮৯০ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

১৯১৬ফ্রান্স বৃটেন সাইকেস পিকো নামে একটি গোপন চুক্তি করেন

১৯২০ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন

১৯২৯হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার চালু হয়

১৯৪৫জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়

১৯৪৬ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব

১৯৬১জেনারেল পার্ক চুংহির নেতৃত্বে . কোরিয়ার সামরিক অভ্যুত্থান

১৯৬৯সোভিয়েত নভোযান ভেনাস- শুক্রপৃষ্ঠে অবতরণ করে

১৯৭৪বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত

১৯৭৪জোসিপ টিটো দ্বীতিয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান

১৯৭৬মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন

১৯৮৬সৌরজগতের অভ্যন্তরভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু

১৯৯১ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর

২০০৭নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন

জন্ম:

১৮২৩হের্মান স্টাইন্টল, জার্মান ভাষাতাত্ত্বিক দার্শনিক এর জন্ম

১৮৩১বঙ্গ নাট্যালয়-এর প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম

১৮৩১টেলি প্রিন্টার মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউম জন্মগ্রহণ করেন

১৯১৮মেক্সিকান কথাসাহিত্যিক হুয়ান রুলফোর জন্ম

১৯২৩আমেরিকান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মার্টন মিলারের জন্ম

১৯৪৭নোবেলজয়ী (১৯২৯) ব্রিটিশ জীবরসায়নবিদ গাউল্যান্ড হপকিনসের মৃত্যু

১৯৫০নোবেলজয়ী (১৯৮৭) জার্মান বিজ্ঞানী ইয়োহান গেয়র্গ বেডনৎর্সের জন্ম

মৃত্যু:

১৯৩২জাপানের প্রধানমন্ত্রী তসুশি ইনুকাই টোকিওতে আততায়ীর হাতে নিহত

১৯৭৭মালির প্রথম প্রেসিডেন্ট মোদিবো কেইটা মৃত্যুবরণ করেন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission