• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ২০:১২
ফাইল ছবি

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহ নিয়ে খারাপ সংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বায়ুতে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কথাও জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার (২২ মে) সন্ধ্যা ৬টা ঢাকা, নেত্রকোনা, চট্রগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে।

এ সময়ের পরবর্তী দুই দিনেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে জানানো হয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তিতে এটি ঘণীভূত হতে পারে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে লঘুচাপ, আগামী ৭২ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া
সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
শনিবার যেমন থাকবে আবহাওয়া
শনিবারের মধ্যে লঘুচাপের শঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা