• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

২৮ মে: ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ০৬:৪৩
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১৯৪০ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে আত্মসমর্পণ করে বেলজিয়াম

আজ মঙ্গলবার, ২৮ মে ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৫৭ - ব্রিটিশ কর্তৃক মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা।

১৮০৪ - নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা।

১৮৭১ - প্যারি কমিউনের পতন ঘটে।

১৯১৮ - আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৯ - ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত।

১৯৩৭ - প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট একটি সুইচ টিপে ক্যালিফোর্নিয়া সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে।

১৯৫২ - গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়।

১৯৬৪ - নয়াদিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পন্ডিত জওহারলাল নেহেরুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

১৯৬৪ - ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও গঠিত হয়।

১৯৮৭ - ম্যাথু রাস্ট নামে ১৯ বছর বয়সী এক অ্যামেচার বিমান চালক ক্রেমলিনের রেড স্কোয়ারে ছোট একটি সেসনা বিমান অবতরণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো।

১৯৯১ - ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বিদ্রোহীদের ট্যাংকবহর প্রবেশ করতে থাকে এবং দেশটিতে ১৭ বছরের মার্ক্সবাদী শাসনের অবসান ঘটে।

১৯৯৫ - রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভূমিকম্প। দুই হাজার লোকের প্রাণহানি।

১৯৯৬ - ভারতে বাজপেয়ী সরকারের পতন। দেবগৌড়া প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৮ - পাকিস্তান ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে।

জন্ম:

১৭৭৯ - আইরিশ কবি টমাস মুর।

১৯০৭ - ঔপন্যাসিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেন।

১৯১২ - নোবেল পুরস্কারপ্রাপ্ত জার্মান লেখক পেট্রিক হোয়াইট।

১৯৩০ - ফ্রাঙ্ক ড্রেক, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

মৃত্যু:

১৯৩৭ - অস্ট্রীয় মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার।

১৯৭৬ - শিল্পাচার্য জয়নুল আবেদিন।

১৯৯৪ - সাহিত্যিক ও রাজনীতিক আসহাব উদ্দীন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস
২৩ ডিসেম্বর: ইতিহাসে আজকের এই দিনে
বিপিএল ইতিহাসে প্রথমবার ট্রফি ভ্রমণ