• ঢাকা শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
logo

চরফ্যাশনের দাবি করা ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ১৯:১৭
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে তার ধ্বংসের চিহ্ন। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, মা ও শিশুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ভাঙা ঘরের টিনের চাল ভেদ করে অঝোরে বৃষ্টি ঝরছে। নিচে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা!

ছবিটি ভোলার চরফ্যাশনের এক মায়ের বলে দাবি করা হচ্ছে। কিন্তু ছবিটি ভোলার চরফ্যাশনের কোনো মা এবং তার সন্তানের নয়। যা পুরোটাই এআই প্রযুক্তির (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাহায্যে তৈরি করা একটি দৃশ্য।

জানা গেছে, গত মার্চ-এপ্রিল মাস থেকে ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে পড়ে। গত মার্চ মাসে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘নিউজমোবাইল’ও ছবিটিকে এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে জানিয়েছে। এ ছাড়া রিউমর স্ক্যানারও আজ একটি ফ্যাক্টচেক প্রকাশ করেছে। সেখানেও বলা হয়েছে, এটি এআই প্রযুক্তি দিয়ে বানানো একটি ছবি। এ ছাড়া ছবিতে অন্যান্য অসংগতিগুলো হচ্ছে- নারীর হাতের কনিষ্ঠ আঙুল অন্যসব আঙুলের সমান, পায়ের আঙুল ছয়টি দেখানো হয়েছে।

আরটিভির ভোলা প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলার চরফ্যাশনে এমন কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে ছবিটি বাস্তব না হলেও মায়ের এমন অকৃত্রিম ভালোবাসা সবার মন ছুঁয়ে গেছে।

মন্তব্য করুন

  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘উধাও হওয়া’ ফেসবুক পেজ নিয়ে যা বললেন জীবন
অভিনেতা জীবনের ফেসবুক পেজ গায়েব
ময়মনসিংহে নারী শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবি, ভিডিও ভাইরাল
ব্রাজিলের জার্সি পরা ছবি ভাইরাল, যা বললেন মেহজাবীন